আমি এবং আমার ব্লগ।

আমি

আদার বেপারী হয়ে জাহাজ চালনার শক্তি সঞ্চয়ের পিছনে লেগে থাকার ব্যর্থ চেষ্টাকারী এক মুর্খ মানব। বুঝে-না-বুঝে সবকিছুতেই মাথা ঘামানো যার নিত্য কাজ।

কোনো এক মে-মাসের শ্রমিক আন্দোলনের সরকারী ছুটির দিনের ভর দূপুরে কান্নার আওয়াজ জুড়ে দিয়ে হঠাৎই এই পৃথিবীতে আগমন ঘঠে এই মুর্খ মানবের।

আমার ব্লগ

আমার ব্যক্তিগত জীবনে আমিই আমার একমাত্র সমস্যা, যা জানিনা তা নিয়ে বাড়াবাড়ি করার মত বদ-অভ্যাসও আমার মাঝে বিদ্যমান। আমার নিজের প্রতি আত্মবিশ্বাস কখনোই হারাইনা যার ফলে পড়তে হয় নানান ধরণের সমস্যায়।
কোনো কোনো সময় একই সমস্যায় বারবার পড়ি। তাই একটি ব্লগের প্রয়োজনীয়তা বোধ করি। কিছু কিছু বিষয় সহজে মাথায় ঢুকতে চায়না তাই এখানে রেখে দেই। সময় করে বারবার পড়ে বোঝার জন্য, এবং প্রিয় কিছু লেখাকে স্মরণীয় করে রাখার জন্য এই ব্লগ।

ব্লগের লেখা নিয়ে সবধরনের আলোচনা, সমালোচনা, সংশোধনী, আপত্তি, বিপত্তি সাদরে গ্রহণযোগ্য