উইন্ডোজে লিনাক্সের বাশ শেলে youtube-dl ইনষ্টলেশন


দশম জানালার মজার একটা ফিচার হচ্ছে লিনাক্সের বাশ শেল ইউজ করতে পারা, টুকটাক কাজ ভালোমতই চলে, উইন্ডোজের কমান্ড উইন্ডোতে যদিও ভালোমত উবুন্টুর টার্মিনালের সেই মায়াবী স্বাদ পাওয়া যায় না। তারপরেও দুধের স্বাধ কোনরকম পানিতে (চিনি সমেত) মিটে যায় আরকি। ভাবছিলাম উবুন্টুতে যেমন এক কমান্ডে হয়ে যায় তেমনি হয়ে যাবে। না! এখানকার চিত্রটা ভিন্ন। উবুন্টুতে বাই ডিফল্ট পাইথন ইনষ্টল দেয়া থাকলেও জানালা’র এই সাব-সিষ্টেমে বাই ডিফল্ট পাইথনের নাম গন্ধও থাকেনা (থাকলেও আমার জানা নাই, তবে কাজ করেনা)। আবার উবুন্টুর রিপোজিটরি থেকে ইনষ্টল দিলে যদিও হয় তারপরেও সেখানকার আপডেট অনেক দেরিতে আসে, তাছাড়া রিপোজটরী থেকে ঢালু দিলে সেখানে নতুন ফিচার/বাগ ফিক্স হতে খানিকটা সময় লাগে। আমার পছন্দ সবসময়ই অফিসিয়াল ভার্সন, আর আপডেটেড ভার্সন।

তো ইনষ্টল দিতে গেলে আপনাকে যা করতে হতে পারে। প্রথমে আপনাকে আপনার কম্পুটারের ষ্টার্ট মেনু থেকে উবুন্টুর বাশ শেল অপেন করতে হবে, তার পর প্রথমে পাইথন ইনষ্টল দিতে হবে তার জন্য

sudo apt-get install python-dev

পাইথন ইনষ্টল হয়ে গেলে পরে youtube-dl ইনষ্টলেশনের পালা। তার জন্য কমান্ড দিতে হবে নিম্নরুপ।

sudo wget https://yt-dl.org/downloads/latest/youtube-dl -O /usr/local/bin/youtube-dl

এবং শেষে

sudo chmod a+rx /usr/local/bin/youtube-dl

ব্যাস হয়ে গেল।

জানালাতে বাশ শেল ইনষ্টল দিতে হলে এখানে দেখতে পারেন

বাশ শেল কাষ্টমাইজেশনের জন্য এখানে দেখতে পারেন

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.