Share File From Ubuntu to Android Easy Way (rooted/nonrooted)

Hello World! Today I am Going Share with you, How to Share File From Ubuntu to Android Using Wifi.

Okey Lets Start!

What we needed? An android Phone and Ubuntu Laptop and both are connected to same Network. Nothing other.

Installation on Ubuntu: at First we need to install Samba on Our Laptop.

Open Terminal (ctrl+alt+t) then type

sudo apt-get install samba

after installing Samba we need to Configure it. Okey now we configure it.

Open Terminal (ctrl+alt+t) then type

sudo gedit /etc/samba/smb.conf

then type your system Password then Hit Enter, after opening editor window just add this line on Your config file.

[share]

    comment = Ubuntu File Server Share
    path = /srv/samba/share
    browsable = yes
    guest ok = yes
    read only = no
    create mask = 0755

After adding This try To Change Something like This

   workgroup = EXAMPLE
   ...
   security = user

After This. We need to Create a Shared Folder, Share it To public

open Terminal (ctrl+alt+t) then type

sudo mkdir /srv/samba/share
sudo chown nobody:nogroup /srv/samba/share/
And now Restart Samba by entering this value code

sudo restatr smbd

sudo restatr nmbd

Thats it. Now Our Ubuntu System is Ready For Work.

Installation on Android:

Go to Play Store and Search and Download ES File Explorer. After installing open ES File explorer Click option and Find out “Lan” and Click on This. After Clicking on This Option> Refresh.

You will Found your Computer Name try to open this you will Found your Shared Folder Name.

Lets Enjoy.

Sorry Dude For sharing Tips without Any Image, Just Because I am Too Much lazy to upload any Image, If any Problem write on comment.

স্মার্টফোনে নয় স্মার্ট উবুন্টু ল্যাপটপে ইনষ্টল করব Whatsapp!

আপনি যদি মাইক্রোসফটের জানালা ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে, খামাখা সময় নষ্ট করিবেন না। আপনার সময়ের অনেক মুল্য আছে তাই আগে থেকে আপনাকে মানা করতেছি, এই পোষ্ট টা শুধুমাত্র গরীব কম্পু ব্যবহারকারী, যারা টাকা দিয়ে অপারেটিং সিষ্টেম কেনার সামর্থ্য রাখেনা এবং চুরি করে অপারেটিং সিষ্টেম ব্যবহার করেনা, শুধু মাত্র তাদের জন্য। মানে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিষ্টেম এর জন্য।
তো চলুন আপনার ল্যাপটপে Whatsapp ইনষ্টল করা যাক!

whatsapp
whatsapp

১ম ধাপ: প্রথমে টার্মিনাল খুলে pidgin ইনষ্টল করব।

sudo apt-get install pidgin

pidgin ইনষ্টল হওয়ার পরে আমরা পরবর্তী ধাপে চলে যাব।

২য় ধাপ: এবার কিছু এক্সট্রা প্যাকেজ ইনষ্টল করব তার জন্য টার্মিনাল খুলে নিচের কোডটুকু কপিপেষ্ট করে দিন।

sudo apt-get install python python-dateutil python-argparse

এক্সট্রা প্যাকেজ ইনষ্টল হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে যাব।

৩য় ধাপ: এই ধাপে কিছু ঝামেলা আছে, চিন্তার কোন কারণ আমি আছি সঙ্গে থাকুন এবং যা যা বলব তাই করুন, বুঝতে গেলেই সমস্যা আছে। প্রথমে টার্মিনাল রুট এ্যাক্সেসে নিয়ে নিন তারপর নিচের ধাপ গুলি অনুসরণ করুন।
টার্মিনাল রুট এ্যাক্সেসে নিতে

sudo -i

লিখে এন্টার দিলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে এন্টার দিন। এবার একে একে সব গুলি কমান্ড দিন।

sudo wget https://github.com/tgalal/yowsup/archive/master.zip

একটা ফাইল ডাউনলোড হবে, ডাউনলোড শেষ হলে আমরা এক্সট্রাক্ট করব। তার জন্য

sudo unzip master.zip

এক্সট্রাক্ট হয়ে গেলে, আমরা এক্সট্রাক্ট করা ফোল্ডারে যাব, তার জন্য।

cd yowsup-master/src

এবার আমরা আমাদের নাম্বারটা রেজিষ্ট্রেশন করব, তার জন্য।
প্রথমে

cp config.example yowsup-cli.config

এরপরে

sudo gedit yowsup-cli.config

এবার gedit খুললে আমরা একেবারে নীচে গেলে পাব #phone নামে একটা কলাম, ওই কলামে আমরা আমাদের নাম্বার দিব 8801914123456 এই ভাবে লিখব। #password এর ঘরটা আপাতত খালি থাকবে।
কনফিগারটা এই রকম হবে।

cc= #if not specified it will be autodetected
phone=8801914123456
id=
password=
আর কিছু নাড়াচাড়া করবেন না। আপনার বিল্ডিং ধ্বসে যেতে পারে। :p
এবার ফাইলটা সেভ করে gedit বন্ধ করে দিন, তারপরে টার্মিনালে টাইপ করুন।
chmod +x yowsup-cli

এবার আমাদের নাম্বার ভেরিফিকেশন করব তার জন্য।

./yowsup-cli --requestcode sms --config yowsup-cli.config

এই কমান্ডটা দিলে তার আউটপুট হবে এরকম।

#status: sent
#retry_after: 3605
#length: 6
#method: sms

যদি এরকম না হয় তাহলে উপরের কমান্ডটি পুনরায় চেষ্টা করুন।
এখন আপনার মোবাইলে একটা SMS আসবে Whatsapp থেকে, সেটা এরকম হবে

whatsapp code
369-938

এবার এই কোডটা দিয়ে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করব তার জন্য।

./yowsup-cli --register 369-938 --config yowsup-cli.config

Register এর পরের ছয় ডিজিট আপনার পাওয়া কোড দ্বারা পাল্টে দিতে হবে, মানে আপনি যেই কোডটা পেয়েছেন সেটা এখানে দিতে হবে।
উপরের কমান্ড দেওয়ার পরে আমরা যে আউটপুট পাব সেটা এরকম হবে।

#status: ok
#kind: free
#pw: S1nBGCvZhb6TBQrbm2sQCfSLkXM=
#price: 0,89
#price_expiration: 1362803446
#currency: EUR
#cost: 0.89
#expiration: 1391344106
#login: 34123456789
#type: new

এখান পাসওয়ার্ডটা কপি করে রেখে দেন #pw: এর পরের অংশ গুলো
এরপরে

sudo gedit yowsup-cli.config

এবার gedit খুললে আমরা একেবারে নীচে গেলে পাব #phone নামে একটা কলাম, ওই কলামে আমরা আমাদের নাম্বার দিব 8801914123456 এই ভাবে লিখব। #password এর ঘরে আগের অংশে পাওয়া পাসওয়ার্ডটি দেব।
কনফিগারেশনটা এরকম হবে।

cc= #if not specified it will be autodetected
phone=8801914123456
id=
password=S1nBGCvZhb6TBQrbm2sQCfSLkXM=

আর মাত্র একটি কমান্ড দিয়েই আমরা ফাইনাল এবং শেষ ধাপে চলে যাব।

cat yowsup-cli.config

এবার কনফিগারেশন ফাইলটা একবার দেখে নিন, এবং পাসওয়ার্ড টা কপি করে রাখুন।

৪র্থ ধাপ: এবার আমরা Pidgin এর ভিতরে Whatsapp প্লাগিন টা ইনষ্টল করে তারপরেই Whatsapp ব্যবহার শুরু করে দিব। তার জন্য
প্রথমে:

sudo add-apt-repository ppa:whatsapp-purple/ppa

পরে:

sudo apt-get update

এবং শেষ কমান্ড:

sudo apt-get install pidgin-whatsapp

সবকিছু যদি ঠিকটাকমত করে থাকেন, তাহলে এবার pidgin খুলে Add Acoount এ গেলে Whatsapp পাবেন ওখানে
id: 8801914123456 (আপনার নাম্বার)হবে
আর পাসওয়ার্ড এর ঘরে: ৩য় ধাপে প্রাপ্ত পাসওয়ার্ড টা দিয়ে দিন।
ব্যাস হয়ে গেল। whatsapp ইনষ্টল করা।

বিঃদ্রঃ যা করবেন নিজ দায়ীত্বে করবেন, বুকের পাঠা শক্ত করে কোন কিছু করতে বসবেন। কোন প্রকার ঘঠনা দুর্ঘঠনার জন্য লেখক বা লেখকের ১৪/২৮ গোত্রের কেউ দায়ী থাকতে পারবেনা, এবং বাধ্যও নয়।

উবুন্টুতে স্কাইপ এর মাইক্রোফোন সমস্যার সমাধান

আমরা কমবেশী সবাই স্কাইপ ব্যবহার করে থাকি, লিনাক্স ভিত্তিক ডিষ্ট্রোতে আসার পরে আমাদের অনেকেই স্কাইপ বাদ দিতে বাধ্য হন, আবার অনেকেই এর খুজে খুজে অস্তির হয়ে শেষ পর্যন্ত চ্যাট এ সীমাবদ্ধ থাকেন, আমিও ৭ মাসের মত চ্যাট এ সীমাবদ্ধ ছিলাম, তবে এখন আর নেই। ভাবলাম আমার যেভাবে সমাধান হয়েছে সেটা রেখে দেই যাতে অন্যের হেল্প হয়।

তো চলুন সমাধান করা যাক।

প্রথমে টার্মিনাল খুলে (ctrl+alt+t) টাইপ করুন “alsamixer” এবার এন্টার প্রেস করলে আলসা মিক্সার কনফিগ লোড হবে সেখান থেকে এ্যারো (right-left)কি চেপে master, Head Phone, PCM, Mic এগুলোর ভলিউম আপ করে নিন, বিশেষ করে mic এর।

ভলিউম আপ /ডাউন করতে এ্যারো কি(Up-Down) ব্যবহার করতে হবে।

এখন কি করতে হবে?

কিছুইনা স্কাইপে থাকা যে কোন বন্ধু/বান্ধবী কে একটা ফোন দিয়ে টেষ্ট করা যেতে পারে, আমরা এতক্ষন যা যা করলাম সব ঠিক আছে কি না।

 

সবকিছু ঠিকটাকমত করলে আশা করি কোন প্রকার সমস্যা ছাড়া সহজেই সমাধান হয়ে যাবে।

ইউটিউব ভিডিও ডাউনলোড করুন কোন প্রকার ঝামেলা ছাড়াই (আ-জীবন রিজুম সাপোর্টেড)

আপনি যদি মাইক্রোসফট এর জানালা ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এই পোষ্ট পড়ে অযথা সময় নষ্ট না করাটাই আপনার জন্য শ্রেয় হবে। কারণ এই পোষ্ট শুধুমাত্র গরীব কম্পু ব্যবহারকারীদের জন্য যারা পয়সা দিয়ে অপারেটিং সিষ্টেম কিনতে পারেনা তাদের জন্যই, মানে লিনাক্স ব্যবহারকারীদের জন্য। আমিও গরীব মানুষ টেকা পয়সা নাই তাই উবুন্টু ব্যবহার করি। অনেক বকবক করে ফেললাম আসুন কাজে নেমে পড়ি:-

যা যা লাগবেঃ-
1. Aria2
2. Youtube-dl
3. Youtube-dl-aria

#প্রথমে Aria2 ইনষ্টল করব! তার জন্য টার্মিনাল খুলে টাইপ করুন
sudo apt-get install aria2

#পরে Youtube-dl ইনষ্টল করব! তার জন্য টার্মিনাল খুলে প্রথমে টাইপ করুন
sudo wget https://yt-dl.org/downloads/2014.08.10/youtube-dl -O /usr/local/bin/youtube-dl
টার্মিনাল পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলে ডাউনলোড শুরু হবে।
ডাউনলোড শেষ হলে পরে লিখুন
sudo chmod a+x /usr/local/bin/youtube-dl

**যদি না হয় তাহলে এই লিঙ্ক ফলো করতে পারেন**

#সবশেষে Youtube-dl-aria ইনষ্টল করব! তারজন্য প্রথমে এই https://github.com/tobbez/youtube-dl-aria/archive/master.zip লিংক থেকে এটা ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষ হলে জিপ ফাইল এক্সট্রাক্ট করলে ভিতরে একটা ফাইল পাবেন youtube-dl-aria নামে, এই ফাইল টাকে কপি করে
/usr/local/bin/ ফোল্ডারে পেষ্ট করে নিন।
এর পরে টার্মিনাল অপেন করে লিখুন
sudo chmod a+x /usr/local/bin/youtube-dl-aria
পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে এন্টার দিন।

#শেষ হলো ডাউনলোড আর ইনষ্টলেশনের পালা আসেন এবার ডাউনলোড করি, এর জন্য প্রথমে ইউটিউবে যেতে হবে সেখান থেকে একটা গানে ক্লিক করুন, এবার গানের জন্য আলাদা একটা পেজ লোড হলে (প্লেয়ার উইন্ডো সহ) উপরের এ্যাড্রেসবার থেকে সম্পুর্ন লিঙ্ক টা কপি করে নেন। যেমনঃ-
https://www.youtube.com/watch?v=ZmL9TKsM0Ew

এবার টার্মিনাল অপেন করে লিখুন
youtube-dl-aria https://www.youtube.com/watch?v=ZmL9TKsM0Ew
এবার কিছুক্ষন অপেক্ষা করুন দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।

#এখন আপনার প্রয়োজন সম্পুর্ন প্লে-লিষ্ট ডাউনলোড করবেন! একটা একটা করে করতে হবে? আরে না! একটা ক্লিক করে রেখে দিন আপন গতিতে নিজে নিজে ডাউনলোড হতে থাকবে। কি করতে হবে?

প্লে-লিষ্টের সম্পুর্ন লিঙ্ক কপি করে টার্মিনাল অপেন করে লিখুন।
youtube-dl-aria –playlist-start 1 https://www.youtube.com/watch?v=fmUzJPBQcyI&list=PL02bSllmEDwwpIOnE66Jut2biTWPeVyEb

এবার কিছুক্ষন অপেক্ষা করুন একটার পর একটা ডাউনলোড শুরু হবে।

# এখন আপনি একটা প্লে লিষ্টের প্রথম গানটা বাদে বাদ বাকী সবক’টা ডাউনলোড করতে চাচ্ছেন! তার জন্য কি করতে হবে?
–playlist-start এর পরে আপনাকে ১ এর পরিবর্তে ২ দিয়ে শুরু করতে হবে।
এখানে Start এর পরে আপনি যত নাম্বার দিবেন সেটা থেকে শুরু হবে।

“আমি মানুষ! তাই ভুল হওয়াটা স্বাভাবিক। যদি কোন ধরণের ভুলত্রুটি আপনার চোখে ধরা পড়ে তাহলে অবশ্যই জানাবেন। ”

ধন্যবাদ।

aria2 এর টিউটোরিয়াল এর জন্য এই লিঙ্ক টা দেখতে পারেন।  Link

উবুন্টুর ডিফল্ট ইউজার টাইপ পরিবর্তন।

পাকনামী করতে গিয়ে, না বুঝে অথবা জানার জন্য অনেকে উবুন্টুর ডিফল্ট ইউজার টাইপ Administrator থেকে Standard বানিয়ে ফেলেন. যার কারনে পরবর্তীতে আর পাসওয়ার্ড দিলেও কাজ হয়না, এবং ইউজার টাইপ পরিবর্তন করা অনেকটা সমস্যা হয়ে যায়।
আজকে আমি দেখাব কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
১. প্রথমে টার্মিনাল অপেন করে লিখুন sudo /usr/bin/userpasswd
তারপরে আপনার এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন (আগে যেটা ছিল) এবার ইন্টার চাপলে একটা নতুন উইন্ডো আসবে ।
সেখানে একটা পাসওয়ার্ড (asdfg) দিয়ে এন্টার চাপলে আবার আসবে সেখানে আবার সেইম পাসওয়ার্ড (asdfg) দিয়ে এন্টার চাপুন।
২. এবার system settings থেকে user accounts এ গিয়ে ইউজার টাইপ পরিবর্তন করে দিন।

Ubuntu তে USB মোডেম ব্যাবহার করুন ড্রাইভার ইনস্টলেশন ছাড়াই।

লিনাক্স ব্যাবহার কারীদের “মহান” একটা সমস্যা হচ্ছে ড্রাইভার, যার কারণে অনেকের গাড়ী (কম্পু/ল্যাপী/ডেক্সি/ঢেকি/গার্লফ্রেন্ড/বউ আর যাই বলেন) আটকে থাকে। আজ আমি দেখাব ড্রাইভার/চালক ছাড়া কিভাবে USB মোডেম ব্যাবহার করবেন, তাহলে শুরু করা যাকঃ

প্রথমে আপনার মোডেমটি USB পোর্ট এ লাগান (ভালো করে লাগাবেন যাতে খুলে না যায় 😛 )
তারপরে টার্মিনাল খুলে টাইপ করুন
sudo eject /dev/sr0
তারপরে আপনার কম্পুর ইউজার পাসওয়ার্ড দিন
আবার টাইপ করুন
sudo eject /dev/sr0

যদি টার্মিনাল খুজে পেতে অক্ষম থাকেন অথবা আপনার কম্পুতে টার্মিনাল না থাকে 😛 :v
অথবা আপনি কুইড়া/ অলস প্রকৃতির মহা-মানব হয়ে থাকেন তাহেল, আপনাকে খুজে বের করতে হবে DISK UTILITY নামক সফটওয়্যারটি। (UBUNTU এর সাথে ইনস্টল অবস্তায় থাকে DASH এ খুজলে পাবেন)
Disk utility অপেন করলে বাম দিকে হাড্ডির (হার্ড ড্রাইভ) নীচে পাবেন SCSI CD-ROM, সেখান থেকে SCSI CD-ROM এ ক্লিক করলে অপশন আসবে, সেখান থেকে EJECT এ ক্লিক করে, কিছু সময় অপেক্ষা করলে পুনরায় আবার SCSI CD-ROM আসবে। ব্যাস এই পর্বে আপনার কাজ এখানেই শেষ। এবার DISK UTILITY কে মুক্তি দিতে পারেন।
এবার নোটিফিকেশন বার/ টপ বার এর ডান দিকে নেটওয়ার্ক ম্যানাজার থেকে Mobile broadband “enable” করে নিন, তারপরে Edit Connections……… সিলেক্ট করে Mobile Broadband ট্যাব থেকে আপনার নেটওয়ার্ক কনফিগার করে নিন।
(Add>select modem>Bangladesh> select your Provider>continue>continue> Then Apply) এবার নেটওয়ার্ক ম্যানাজার থেকে কানেক্ট করে আরামসে ইন্টারনেট ব্যাবহার করতে থাকেন।

“Tested On: D-link (DWM-156). Huawei (EC-156), (E-150), (E-303), গ্রামীন ফোনের আরো দুইটা মোডেম থেকে ট্রাই করেছি (মডেল দেখি নাই)”

বিঃদ্রঃ নিজ দায়ীত্বে সব কিছু করবেন কোন প্রকার ঘঠনা/দুর্ঘটনার জন্য লেখক বা লেখকের ১৪/২৮ গোষ্টির কেউ-ই দায়ী থাকতে পারবেনা। আর হ্যা নিজ দায়ীত্বে ইন্টারনেট প্যাকেজ কিনে নিয়েন। :V 😛

উল্লেখ্যঃ উবুন্তু তে বাই ডিফল্ট সব ধরণের ড্রাইভার ইন্স্টল থাকে, মোডেম কোম্পানির রেষ্ট্রিকশনের কারণে, সরাসরি পায়না, প্রথমে তাদের এ্যাপস খুজে তারপরে রান নেয়, CD Rom ডিজেবল করে দেওয়ার ফলে আর কোন সমস্যা হয়না।