Ubuntu তে USB মোডেম ব্যাবহার করুন ড্রাইভার ইনস্টলেশন ছাড়াই।

লিনাক্স ব্যাবহার কারীদের “মহান” একটা সমস্যা হচ্ছে ড্রাইভার, যার কারণে অনেকের গাড়ী (কম্পু/ল্যাপী/ডেক্সি/ঢেকি/গার্লফ্রেন্ড/বউ আর যাই বলেন) আটকে থাকে। আজ আমি দেখাব ড্রাইভার/চালক ছাড়া কিভাবে USB মোডেম ব্যাবহার করবেন, তাহলে শুরু করা যাকঃ

প্রথমে আপনার মোডেমটি USB পোর্ট এ লাগান (ভালো করে লাগাবেন যাতে খুলে না যায় 😛 )
তারপরে টার্মিনাল খুলে টাইপ করুন
sudo eject /dev/sr0
তারপরে আপনার কম্পুর ইউজার পাসওয়ার্ড দিন
আবার টাইপ করুন
sudo eject /dev/sr0

যদি টার্মিনাল খুজে পেতে অক্ষম থাকেন অথবা আপনার কম্পুতে টার্মিনাল না থাকে 😛 :v
অথবা আপনি কুইড়া/ অলস প্রকৃতির মহা-মানব হয়ে থাকেন তাহেল, আপনাকে খুজে বের করতে হবে DISK UTILITY নামক সফটওয়্যারটি। (UBUNTU এর সাথে ইনস্টল অবস্তায় থাকে DASH এ খুজলে পাবেন)
Disk utility অপেন করলে বাম দিকে হাড্ডির (হার্ড ড্রাইভ) নীচে পাবেন SCSI CD-ROM, সেখান থেকে SCSI CD-ROM এ ক্লিক করলে অপশন আসবে, সেখান থেকে EJECT এ ক্লিক করে, কিছু সময় অপেক্ষা করলে পুনরায় আবার SCSI CD-ROM আসবে। ব্যাস এই পর্বে আপনার কাজ এখানেই শেষ। এবার DISK UTILITY কে মুক্তি দিতে পারেন।
এবার নোটিফিকেশন বার/ টপ বার এর ডান দিকে নেটওয়ার্ক ম্যানাজার থেকে Mobile broadband “enable” করে নিন, তারপরে Edit Connections……… সিলেক্ট করে Mobile Broadband ট্যাব থেকে আপনার নেটওয়ার্ক কনফিগার করে নিন।
(Add>select modem>Bangladesh> select your Provider>continue>continue> Then Apply) এবার নেটওয়ার্ক ম্যানাজার থেকে কানেক্ট করে আরামসে ইন্টারনেট ব্যাবহার করতে থাকেন।

“Tested On: D-link (DWM-156). Huawei (EC-156), (E-150), (E-303), গ্রামীন ফোনের আরো দুইটা মোডেম থেকে ট্রাই করেছি (মডেল দেখি নাই)”

বিঃদ্রঃ নিজ দায়ীত্বে সব কিছু করবেন কোন প্রকার ঘঠনা/দুর্ঘটনার জন্য লেখক বা লেখকের ১৪/২৮ গোষ্টির কেউ-ই দায়ী থাকতে পারবেনা। আর হ্যা নিজ দায়ীত্বে ইন্টারনেট প্যাকেজ কিনে নিয়েন। :V 😛

উল্লেখ্যঃ উবুন্তু তে বাই ডিফল্ট সব ধরণের ড্রাইভার ইন্স্টল থাকে, মোডেম কোম্পানির রেষ্ট্রিকশনের কারণে, সরাসরি পায়না, প্রথমে তাদের এ্যাপস খুজে তারপরে রান নেয়, CD Rom ডিজেবল করে দেওয়ার ফলে আর কোন সমস্যা হয়না।