উইন্ডোজে লিনাক্সের বাশ

বাশময় জীবনের সবকিছুতেই বাশ, কম্পুটারেও যখন বাশ নামটা চলে আসে তখন মনে হয় “এ কেমন বিচার?” সবকিছুতেই বাশ?
তাহলে কি উইন্ডোজে বাশ ইনষ্টল দেয়া মানে খাল কেটে কুমির নিয়ে আসলাম? নাহ আপনি খাল কেটে ‍কুমির নিয়ে আসেন নি, আপনি আস্ত জলজ্যান্ত একটা বাঘ নিয়ে আসতেছেন আপনার কম্পুটারে। আপনি যদি কম্পুটার মিস্ত্রি হন আর ধরে নেন এই বাঘ (প্রোগ্রামের ত্রুটি) সেই বাগ! তাহলে আপনার জন্য আমার সমবেদনা জানানো ছাড়া আর কোন উপায় নাই।

আমি নেশায় একজন প্রোগ্রামার, পেশায় আকারহীন বেকার, অকর্মার ঢেকি, কাজের কাজ ছাড়া দুনিয়ার যত আকাম, কুকাম, খামাখা কাম আছে তার অনেক কিছুই আমার স্কীল হিসেবে লিখতে পারি, চাকরী পাবনা বলে সি.ভি’তে লেখা হয়না আরকি 😛 যত ফালতু জিনিষ আছে সব আমার দেখা চাই, যত ফালতু ফিচার আছে সবই আমি টেষ্ট করে দেখতে চাই। তেমনি এই ফিচারটা দেখার লোভ সামলাতে পারিনি আর তাই এর স্বাদটা নিতেও ভুল করিনি। লিনাক্স ইউজার হিসাবে টার্মিনালের সাথে অনেক আগেই আমার খুব খাতির জমে গেছে আর তাই কিছু কমান্ড লাইন টুল আছে যার উইন্ডোজ ভার্সন থাকলেও তেমন একটা সুবিধা করে উঠতে পারিনা আর তাই উইন্ডোজে বাশ শেল দেয়ায় দেরি করাটা সয়ে উঠেনি। বকবক অনেক করে ফেলেছি চলেন এইবার মাথায় গামছা বাইন্ধা কামে নামা যাক।

আপনার কম্পুটারে বাশ ইনষ্টল দিতে হলে অবশ্যই আপনার মেশিনটা আপডেটেড থাকতে হবে, আপনার কম্পুটারে মাইক্রোসফটের লেটেষ্ট ভার্সনের উইন্ডোজ থাকতে হবে। মানে দশম জানালা সাথে ক্রিয়েটর/ এ্যানিভার্সারী আপডেট সহ থাকতে হবে। আপনার জানালা বাড়ী হোক, কামলা হোক, ব্যবসায়ী হোক (home, pro, enterprise) আর যাই হোক সব ভার্সনে ইনষ্টল দিতে পারবেন এ নিয়ে আপনার এত্ত চিন্তার কোন কারণ নাই। তো চলেন ইনষ্টল করে নেই।

প্রথমে start > settings > update & security > একেবারে নীচের দিকে খুজলে পাবেন For Developer সেখান থেকে  Developer mode সিলেক্ট করুন।

developer-mode-windows10

তো আপনি কি ধরণের ইউজার সেটাতো মাইক্রোসফট জানেনা তাই ছোট্ট একটা মেসেজ দেখাবে আর জিজ্ঞেস করবে আপনি রাজি কি না, যদি রাজি থাকেন তো বলবে Yes চাপতে। ব্যাপার না অনেক তো চাপাচাপি করছেন এইবার না হয় আরেকবার চেপে নিন।

turnon-developer-mode-win10

যদি NO চেপে থাকেন তাহলে এইখানে আপনার কাজ শেষ, আর যদি ইয়েস চেপে থাকেন তাহলে আপাতত উইন্ডোটা ক্লোজ করে নিন, আর পরবর্তী ধাপের জন্য রেডি হোন, গামছা টা আরেকটু শক্ত করে প্যাচান। :p

এইবার আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনি উইন্ডোজ ইউজার সেহেতু আপনার জানাই আছে তিনবেলা খাওয়ার  আগে পরে রিষ্টার্ট করে নিতে হয়, অবশ্য ইয়েস চাপার সাথে সাথেই সেটা জিজ্ঞাস করে নেয়ারই কথা, তো করে নিন রিষ্টার্ট পরে আইসা আবার শুরু কইরেন। আপনি রিষ্টার্ট করেন আর আমি গ্যাঙনাম ষ্টাইল গানটা শুনে নেই। :p

ওকে আমার গান শোনা শেষ এইবার আমরা ফাইনালী কিছু একটা করতে যাচ্ছি সো বি কেয়ারফুল, এ্যান্ড লেটস ষ্টার্ট। আপনাকে  কন্ট্রল প্যানেল খুইজ্যা বার করতে হবে, না পাইলে করটানারে জিগান কই আছে সে বইলা দিবনে। এবার আপনি Control panel > Programs > turn windows feature on or off  ক্লিকি করেন।

programs-features-control-panel

একটি উইন্ডো অপেন হবে সেখান থেকে Windows subsystem for Linux (beta) অপশনটা মার্ক করে নিন।

windows-subsystem-linux

এবার উইন্ডোজ তার যা যা লাগবে সব অটো ডাউনলোড করে নিবে, এবং তার জন্য কিছু সময় নিবে, সো অপেক্ষা করুন আর তার কাজ তাকে করতে দিন। হয়ে গেলে রিষ্টার্ট করে নিন।

আমাদের কাজ মোটামুটি শেষের পর্যায়ে এখন আমরা ফাইনাল ধাপে পৌছে গেছি, এবার যা করতে হবে।

উইন্ডোজ বাটনে ক্লিক করে নতুবা সার্চ করে আপনাকে খুজে নিতে হবে নতুবা আপনি Run থেকে ও bash.exe লিখে অপেন করলেও হবে। বাশ অপেন করার কিছু টুকটাক ডাউনলোডের জন্য আপনার থেকে অনুমতি নিবে তার জন্য y লিখে এন্টার প্রেস করলে তার ডাউনলোড সে করে নিবে। তারপর আপনাকে বলবে একটা ইউজার নেম দিতে শেষে বলবে একটা পাসওয়ার্ড দিতে।

install-bash-ubuntu-windows10

উইন্ডোজের পাসওয়ার্ড কিন্তু বাশ শেলে কাজ করবেনা যদি না আপনি দুইটা সেইম রাখেন, ব্যাশ শেল ইনষ্টলের সময় যেই পাসওয়ার্ড দিবেন সেটাই হবে আপনার ব্যাশের রুট পাসওয়ার্ড।

আমাদের কাজ কাম শেষ আপনি চাইলে রিষ্টার্ট করে নিতে পারেন নতুবা কম্পুটার অন রেখেই একটা ঘুম দিয়ে আসতে পারেন, নতুবা এত্ত বড় একটা মহৎ কাজ সম্পন্ন করার পর নিজেকে ধন্যবাদ দিয়ে এক দুইটা এ্যানার্জী ড্রিংকস ও হজম করে আসতে পারেন।

 

বিঃদ্রঃ যা করবেন নিজ দায়ীত্বে জেনে, শুনে, বুঝে তারপর করবেন, কোন প্রকার ঘঠনা কিংবা দূর্ঘঠনার দায়ভার আমি নিতে বাধ্য না। এমনকি আপনার বিড়াল আপনাকে ম্যাও বললে, কিংবা আপনার গার্লফ্রেন্ডের চিঠির স্ক্যান কপি কোথাও চলে গেলে কিংবা আপনার গার্লফ্রেন্ড আপনাকে এক্স বানিয়ে আমাকে প্রেজেন্ট করে নিলেও কোন প্রকার দায়ভার আমার নহে।

স্মার্টফোনে নয় স্মার্ট উবুন্টু ল্যাপটপে ইনষ্টল করব Whatsapp!

আপনি যদি মাইক্রোসফটের জানালা ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে, খামাখা সময় নষ্ট করিবেন না। আপনার সময়ের অনেক মুল্য আছে তাই আগে থেকে আপনাকে মানা করতেছি, এই পোষ্ট টা শুধুমাত্র গরীব কম্পু ব্যবহারকারী, যারা টাকা দিয়ে অপারেটিং সিষ্টেম কেনার সামর্থ্য রাখেনা এবং চুরি করে অপারেটিং সিষ্টেম ব্যবহার করেনা, শুধু মাত্র তাদের জন্য। মানে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিষ্টেম এর জন্য।
তো চলুন আপনার ল্যাপটপে Whatsapp ইনষ্টল করা যাক!

whatsapp
whatsapp

১ম ধাপ: প্রথমে টার্মিনাল খুলে pidgin ইনষ্টল করব।

sudo apt-get install pidgin

pidgin ইনষ্টল হওয়ার পরে আমরা পরবর্তী ধাপে চলে যাব।

২য় ধাপ: এবার কিছু এক্সট্রা প্যাকেজ ইনষ্টল করব তার জন্য টার্মিনাল খুলে নিচের কোডটুকু কপিপেষ্ট করে দিন।

sudo apt-get install python python-dateutil python-argparse

এক্সট্রা প্যাকেজ ইনষ্টল হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে যাব।

৩য় ধাপ: এই ধাপে কিছু ঝামেলা আছে, চিন্তার কোন কারণ আমি আছি সঙ্গে থাকুন এবং যা যা বলব তাই করুন, বুঝতে গেলেই সমস্যা আছে। প্রথমে টার্মিনাল রুট এ্যাক্সেসে নিয়ে নিন তারপর নিচের ধাপ গুলি অনুসরণ করুন।
টার্মিনাল রুট এ্যাক্সেসে নিতে

sudo -i

লিখে এন্টার দিলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে এন্টার দিন। এবার একে একে সব গুলি কমান্ড দিন।

sudo wget https://github.com/tgalal/yowsup/archive/master.zip

একটা ফাইল ডাউনলোড হবে, ডাউনলোড শেষ হলে আমরা এক্সট্রাক্ট করব। তার জন্য

sudo unzip master.zip

এক্সট্রাক্ট হয়ে গেলে, আমরা এক্সট্রাক্ট করা ফোল্ডারে যাব, তার জন্য।

cd yowsup-master/src

এবার আমরা আমাদের নাম্বারটা রেজিষ্ট্রেশন করব, তার জন্য।
প্রথমে

cp config.example yowsup-cli.config

এরপরে

sudo gedit yowsup-cli.config

এবার gedit খুললে আমরা একেবারে নীচে গেলে পাব #phone নামে একটা কলাম, ওই কলামে আমরা আমাদের নাম্বার দিব 8801914123456 এই ভাবে লিখব। #password এর ঘরটা আপাতত খালি থাকবে।
কনফিগারটা এই রকম হবে।

cc= #if not specified it will be autodetected
phone=8801914123456
id=
password=
আর কিছু নাড়াচাড়া করবেন না। আপনার বিল্ডিং ধ্বসে যেতে পারে। :p
এবার ফাইলটা সেভ করে gedit বন্ধ করে দিন, তারপরে টার্মিনালে টাইপ করুন।
chmod +x yowsup-cli

এবার আমাদের নাম্বার ভেরিফিকেশন করব তার জন্য।

./yowsup-cli --requestcode sms --config yowsup-cli.config

এই কমান্ডটা দিলে তার আউটপুট হবে এরকম।

#status: sent
#retry_after: 3605
#length: 6
#method: sms

যদি এরকম না হয় তাহলে উপরের কমান্ডটি পুনরায় চেষ্টা করুন।
এখন আপনার মোবাইলে একটা SMS আসবে Whatsapp থেকে, সেটা এরকম হবে

whatsapp code
369-938

এবার এই কোডটা দিয়ে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করব তার জন্য।

./yowsup-cli --register 369-938 --config yowsup-cli.config

Register এর পরের ছয় ডিজিট আপনার পাওয়া কোড দ্বারা পাল্টে দিতে হবে, মানে আপনি যেই কোডটা পেয়েছেন সেটা এখানে দিতে হবে।
উপরের কমান্ড দেওয়ার পরে আমরা যে আউটপুট পাব সেটা এরকম হবে।

#status: ok
#kind: free
#pw: S1nBGCvZhb6TBQrbm2sQCfSLkXM=
#price: 0,89
#price_expiration: 1362803446
#currency: EUR
#cost: 0.89
#expiration: 1391344106
#login: 34123456789
#type: new

এখান পাসওয়ার্ডটা কপি করে রেখে দেন #pw: এর পরের অংশ গুলো
এরপরে

sudo gedit yowsup-cli.config

এবার gedit খুললে আমরা একেবারে নীচে গেলে পাব #phone নামে একটা কলাম, ওই কলামে আমরা আমাদের নাম্বার দিব 8801914123456 এই ভাবে লিখব। #password এর ঘরে আগের অংশে পাওয়া পাসওয়ার্ডটি দেব।
কনফিগারেশনটা এরকম হবে।

cc= #if not specified it will be autodetected
phone=8801914123456
id=
password=S1nBGCvZhb6TBQrbm2sQCfSLkXM=

আর মাত্র একটি কমান্ড দিয়েই আমরা ফাইনাল এবং শেষ ধাপে চলে যাব।

cat yowsup-cli.config

এবার কনফিগারেশন ফাইলটা একবার দেখে নিন, এবং পাসওয়ার্ড টা কপি করে রাখুন।

৪র্থ ধাপ: এবার আমরা Pidgin এর ভিতরে Whatsapp প্লাগিন টা ইনষ্টল করে তারপরেই Whatsapp ব্যবহার শুরু করে দিব। তার জন্য
প্রথমে:

sudo add-apt-repository ppa:whatsapp-purple/ppa

পরে:

sudo apt-get update

এবং শেষ কমান্ড:

sudo apt-get install pidgin-whatsapp

সবকিছু যদি ঠিকটাকমত করে থাকেন, তাহলে এবার pidgin খুলে Add Acoount এ গেলে Whatsapp পাবেন ওখানে
id: 8801914123456 (আপনার নাম্বার)হবে
আর পাসওয়ার্ড এর ঘরে: ৩য় ধাপে প্রাপ্ত পাসওয়ার্ড টা দিয়ে দিন।
ব্যাস হয়ে গেল। whatsapp ইনষ্টল করা।

বিঃদ্রঃ যা করবেন নিজ দায়ীত্বে করবেন, বুকের পাঠা শক্ত করে কোন কিছু করতে বসবেন। কোন প্রকার ঘঠনা দুর্ঘঠনার জন্য লেখক বা লেখকের ১৪/২৮ গোত্রের কেউ দায়ী থাকতে পারবেনা, এবং বাধ্যও নয়।

ইউটিউব ভিডিও ডাউনলোড করুন কোন প্রকার ঝামেলা ছাড়াই (আ-জীবন রিজুম সাপোর্টেড)

আপনি যদি মাইক্রোসফট এর জানালা ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এই পোষ্ট পড়ে অযথা সময় নষ্ট না করাটাই আপনার জন্য শ্রেয় হবে। কারণ এই পোষ্ট শুধুমাত্র গরীব কম্পু ব্যবহারকারীদের জন্য যারা পয়সা দিয়ে অপারেটিং সিষ্টেম কিনতে পারেনা তাদের জন্যই, মানে লিনাক্স ব্যবহারকারীদের জন্য। আমিও গরীব মানুষ টেকা পয়সা নাই তাই উবুন্টু ব্যবহার করি। অনেক বকবক করে ফেললাম আসুন কাজে নেমে পড়ি:-

যা যা লাগবেঃ-
1. Aria2
2. Youtube-dl
3. Youtube-dl-aria

#প্রথমে Aria2 ইনষ্টল করব! তার জন্য টার্মিনাল খুলে টাইপ করুন
sudo apt-get install aria2

#পরে Youtube-dl ইনষ্টল করব! তার জন্য টার্মিনাল খুলে প্রথমে টাইপ করুন
sudo wget https://yt-dl.org/downloads/2014.08.10/youtube-dl -O /usr/local/bin/youtube-dl
টার্মিনাল পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলে ডাউনলোড শুরু হবে।
ডাউনলোড শেষ হলে পরে লিখুন
sudo chmod a+x /usr/local/bin/youtube-dl

**যদি না হয় তাহলে এই লিঙ্ক ফলো করতে পারেন**

#সবশেষে Youtube-dl-aria ইনষ্টল করব! তারজন্য প্রথমে এই https://github.com/tobbez/youtube-dl-aria/archive/master.zip লিংক থেকে এটা ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষ হলে জিপ ফাইল এক্সট্রাক্ট করলে ভিতরে একটা ফাইল পাবেন youtube-dl-aria নামে, এই ফাইল টাকে কপি করে
/usr/local/bin/ ফোল্ডারে পেষ্ট করে নিন।
এর পরে টার্মিনাল অপেন করে লিখুন
sudo chmod a+x /usr/local/bin/youtube-dl-aria
পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে এন্টার দিন।

#শেষ হলো ডাউনলোড আর ইনষ্টলেশনের পালা আসেন এবার ডাউনলোড করি, এর জন্য প্রথমে ইউটিউবে যেতে হবে সেখান থেকে একটা গানে ক্লিক করুন, এবার গানের জন্য আলাদা একটা পেজ লোড হলে (প্লেয়ার উইন্ডো সহ) উপরের এ্যাড্রেসবার থেকে সম্পুর্ন লিঙ্ক টা কপি করে নেন। যেমনঃ-
https://www.youtube.com/watch?v=ZmL9TKsM0Ew

এবার টার্মিনাল অপেন করে লিখুন
youtube-dl-aria https://www.youtube.com/watch?v=ZmL9TKsM0Ew
এবার কিছুক্ষন অপেক্ষা করুন দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।

#এখন আপনার প্রয়োজন সম্পুর্ন প্লে-লিষ্ট ডাউনলোড করবেন! একটা একটা করে করতে হবে? আরে না! একটা ক্লিক করে রেখে দিন আপন গতিতে নিজে নিজে ডাউনলোড হতে থাকবে। কি করতে হবে?

প্লে-লিষ্টের সম্পুর্ন লিঙ্ক কপি করে টার্মিনাল অপেন করে লিখুন।
youtube-dl-aria –playlist-start 1 https://www.youtube.com/watch?v=fmUzJPBQcyI&list=PL02bSllmEDwwpIOnE66Jut2biTWPeVyEb

এবার কিছুক্ষন অপেক্ষা করুন একটার পর একটা ডাউনলোড শুরু হবে।

# এখন আপনি একটা প্লে লিষ্টের প্রথম গানটা বাদে বাদ বাকী সবক’টা ডাউনলোড করতে চাচ্ছেন! তার জন্য কি করতে হবে?
–playlist-start এর পরে আপনাকে ১ এর পরিবর্তে ২ দিয়ে শুরু করতে হবে।
এখানে Start এর পরে আপনি যত নাম্বার দিবেন সেটা থেকে শুরু হবে।

“আমি মানুষ! তাই ভুল হওয়াটা স্বাভাবিক। যদি কোন ধরণের ভুলত্রুটি আপনার চোখে ধরা পড়ে তাহলে অবশ্যই জানাবেন। ”

ধন্যবাদ।

aria2 এর টিউটোরিয়াল এর জন্য এই লিঙ্ক টা দেখতে পারেন।  Link

Basic Linux Command

অপারেটিং সিস্টেম লিনাক্স আমাদের
কাছে তেমন একটা জনপ্রিয় না হলেও
আমাদের মাঝে অনেকেই লিনাক্স ব্যবহার
করে থাকি। যারা ব্যবহার করছেন
বা আগামীতে করার চিন্তা আছে তাদের
জন্য কিছু Basic Commands
আশা করি কাজে লাগবে

For changing directory / to /etc
[root@pc1 /]# cd /etc
One step back /etc to /
[root@pc1 etc]# cd ..
Go to previous working directory
[root@pc1 /]# cd –
Go to current login user home
directory
[root@pc1 etc]# cd ~
Show the contents of /etc in single
color
[root@pc1 ~]# dir /etc
Show the contents of /etc in
different colors with nature of
contents
[root@pc1 ~]# Ls /etc
create a folder on root partition
[root@pc1 ~]# mkdir /disk
Create a folder in /disk
[root@pc1 ~]# mkdir /disk/dir
Create multiple folder in multiple
directories with single command
[root@pc1 ~]# mkdir /etc/dir1 /var/
dir2 /usr/dir3
Create multiple folder in same
directory
[root@pc1 ~]# mkdir dir1 dir2 dir3
Copy a file in directory
[root@pc1 disk]# cp file dir
Copy a file from /disk/file and paste
it in /disk/dir/
[root@pc1 disk]# cp /disk/file /disk/
dir
Copy a directory with –r option
[root@pc1 disk]# cp -r dir dir2
Copy a file from /disk/file and paste
it in /etc with myfile name
[root@pc1 disk]# cp /disk/file /etc/
myfile
Remove a file
[root@pc1 disk]# rm file
Remove a file with forcefully option
[root@pc1 disk]# rm –f file
Remove a directory with out –r
option and you face will an error
[root@pc1 disk]# rm dir
Remove a directory with –r option
[root@pc1 disk]# rm -r /disk
Remove a directory with forcefully
option
[root@pc1 disk]# rm -rf dir
Move /etc/dir1 to /disk/ with
different name
[root@pc1 disk]# mv /etc/dir1 /
disk/mydir
Rename the folder name mydir to dir
[root@pc1 disk]# mv /disk/mydir /
disk/dir
Rename the file name with myfile
[root@pc1 disk]# mv file myfile
Read a file page by page with less
command
[root@pc1 disk]# less /etc/
grub.conf
Read a file page by page with more
command
[root@pc1 disk]# more /etc/
qrub.conf
Read first ten lines of grub.conf
[root@pc1 disk]# head /etc/
grub.conf
Read last ten lings of grub.conf
[root@pc1 disk]# tail /etc/grub.conf
Read first 12 lines with –n option
[root@pc1 disk]# head -n 12 /etc/
grub.conf
Read last 11 lines with –n option
[root@pc1 disk]# tail -n 11 /etc/
grub.conf
Copy the contents of /etc/grub.conf
in /disk/file
[root@pc1 disk]# cat /etc/grub.conf
> /disk/file
Append the contents /etc/mtab in /
etc/file
[root@pc1 disk]# cat /etc/mtab >> /
disk/file
Merging tow commands with pipe
sign output of the first command is
input of second command
[root@pc1 disk]# cat /etc/squid/
squid.conf I more
Count the total lines of squid.conf
[root@pc1 disk]# cat /etc/squid/
squid.conf I wc -L
Show only spool words in
squid.conf
[root@pc1 disk]# cat /etc/squid/
squid.conf I grep spool
Flush the contents of file
[root@pc1 disk]# cat /dev/null > /
var/log/messages.

সোর্সঃ বিভিন্ন ব্লগ

Published by: Hasan Misbah