ইউটিউব ভিডিও ডাউনলোড করুন কোন প্রকার ঝামেলা ছাড়াই (আ-জীবন রিজুম সাপোর্টেড)

আপনি যদি মাইক্রোসফট এর জানালা ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এই পোষ্ট পড়ে অযথা সময় নষ্ট না করাটাই আপনার জন্য শ্রেয় হবে। কারণ এই পোষ্ট শুধুমাত্র গরীব কম্পু ব্যবহারকারীদের জন্য যারা পয়সা দিয়ে অপারেটিং সিষ্টেম কিনতে পারেনা তাদের জন্যই, মানে লিনাক্স ব্যবহারকারীদের জন্য। আমিও গরীব মানুষ টেকা পয়সা নাই তাই উবুন্টু ব্যবহার করি। অনেক বকবক করে ফেললাম আসুন কাজে নেমে পড়ি:-

যা যা লাগবেঃ-
1. Aria2
2. Youtube-dl
3. Youtube-dl-aria

#প্রথমে Aria2 ইনষ্টল করব! তার জন্য টার্মিনাল খুলে টাইপ করুন
sudo apt-get install aria2

#পরে Youtube-dl ইনষ্টল করব! তার জন্য টার্মিনাল খুলে প্রথমে টাইপ করুন
sudo wget https://yt-dl.org/downloads/2014.08.10/youtube-dl -O /usr/local/bin/youtube-dl
টার্মিনাল পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলে ডাউনলোড শুরু হবে।
ডাউনলোড শেষ হলে পরে লিখুন
sudo chmod a+x /usr/local/bin/youtube-dl

**যদি না হয় তাহলে এই লিঙ্ক ফলো করতে পারেন**

#সবশেষে Youtube-dl-aria ইনষ্টল করব! তারজন্য প্রথমে এই https://github.com/tobbez/youtube-dl-aria/archive/master.zip লিংক থেকে এটা ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষ হলে জিপ ফাইল এক্সট্রাক্ট করলে ভিতরে একটা ফাইল পাবেন youtube-dl-aria নামে, এই ফাইল টাকে কপি করে
/usr/local/bin/ ফোল্ডারে পেষ্ট করে নিন।
এর পরে টার্মিনাল অপেন করে লিখুন
sudo chmod a+x /usr/local/bin/youtube-dl-aria
পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে এন্টার দিন।

#শেষ হলো ডাউনলোড আর ইনষ্টলেশনের পালা আসেন এবার ডাউনলোড করি, এর জন্য প্রথমে ইউটিউবে যেতে হবে সেখান থেকে একটা গানে ক্লিক করুন, এবার গানের জন্য আলাদা একটা পেজ লোড হলে (প্লেয়ার উইন্ডো সহ) উপরের এ্যাড্রেসবার থেকে সম্পুর্ন লিঙ্ক টা কপি করে নেন। যেমনঃ-
https://www.youtube.com/watch?v=ZmL9TKsM0Ew

এবার টার্মিনাল অপেন করে লিখুন
youtube-dl-aria https://www.youtube.com/watch?v=ZmL9TKsM0Ew
এবার কিছুক্ষন অপেক্ষা করুন দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।

#এখন আপনার প্রয়োজন সম্পুর্ন প্লে-লিষ্ট ডাউনলোড করবেন! একটা একটা করে করতে হবে? আরে না! একটা ক্লিক করে রেখে দিন আপন গতিতে নিজে নিজে ডাউনলোড হতে থাকবে। কি করতে হবে?

প্লে-লিষ্টের সম্পুর্ন লিঙ্ক কপি করে টার্মিনাল অপেন করে লিখুন।
youtube-dl-aria –playlist-start 1 https://www.youtube.com/watch?v=fmUzJPBQcyI&list=PL02bSllmEDwwpIOnE66Jut2biTWPeVyEb

এবার কিছুক্ষন অপেক্ষা করুন একটার পর একটা ডাউনলোড শুরু হবে।

# এখন আপনি একটা প্লে লিষ্টের প্রথম গানটা বাদে বাদ বাকী সবক’টা ডাউনলোড করতে চাচ্ছেন! তার জন্য কি করতে হবে?
–playlist-start এর পরে আপনাকে ১ এর পরিবর্তে ২ দিয়ে শুরু করতে হবে।
এখানে Start এর পরে আপনি যত নাম্বার দিবেন সেটা থেকে শুরু হবে।

“আমি মানুষ! তাই ভুল হওয়াটা স্বাভাবিক। যদি কোন ধরণের ভুলত্রুটি আপনার চোখে ধরা পড়ে তাহলে অবশ্যই জানাবেন। ”

ধন্যবাদ।

aria2 এর টিউটোরিয়াল এর জন্য এই লিঙ্ক টা দেখতে পারেন।  Link