স্মার্টফোনে নয় স্মার্ট উবুন্টু ল্যাপটপে ইনষ্টল করব Whatsapp!

আপনি যদি মাইক্রোসফটের জানালা ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে, খামাখা সময় নষ্ট করিবেন না। আপনার সময়ের অনেক মুল্য আছে তাই আগে থেকে আপনাকে মানা করতেছি, এই পোষ্ট টা শুধুমাত্র গরীব কম্পু ব্যবহারকারী, যারা টাকা দিয়ে অপারেটিং সিষ্টেম কেনার সামর্থ্য রাখেনা এবং চুরি করে অপারেটিং সিষ্টেম ব্যবহার করেনা, শুধু মাত্র তাদের জন্য। মানে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিষ্টেম এর জন্য।
তো চলুন আপনার ল্যাপটপে Whatsapp ইনষ্টল করা যাক!

whatsapp
whatsapp

১ম ধাপ: প্রথমে টার্মিনাল খুলে pidgin ইনষ্টল করব।

sudo apt-get install pidgin

pidgin ইনষ্টল হওয়ার পরে আমরা পরবর্তী ধাপে চলে যাব।

২য় ধাপ: এবার কিছু এক্সট্রা প্যাকেজ ইনষ্টল করব তার জন্য টার্মিনাল খুলে নিচের কোডটুকু কপিপেষ্ট করে দিন।

sudo apt-get install python python-dateutil python-argparse

এক্সট্রা প্যাকেজ ইনষ্টল হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে যাব।

৩য় ধাপ: এই ধাপে কিছু ঝামেলা আছে, চিন্তার কোন কারণ আমি আছি সঙ্গে থাকুন এবং যা যা বলব তাই করুন, বুঝতে গেলেই সমস্যা আছে। প্রথমে টার্মিনাল রুট এ্যাক্সেসে নিয়ে নিন তারপর নিচের ধাপ গুলি অনুসরণ করুন।
টার্মিনাল রুট এ্যাক্সেসে নিতে

sudo -i

লিখে এন্টার দিলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে এন্টার দিন। এবার একে একে সব গুলি কমান্ড দিন।

sudo wget https://github.com/tgalal/yowsup/archive/master.zip

একটা ফাইল ডাউনলোড হবে, ডাউনলোড শেষ হলে আমরা এক্সট্রাক্ট করব। তার জন্য

sudo unzip master.zip

এক্সট্রাক্ট হয়ে গেলে, আমরা এক্সট্রাক্ট করা ফোল্ডারে যাব, তার জন্য।

cd yowsup-master/src

এবার আমরা আমাদের নাম্বারটা রেজিষ্ট্রেশন করব, তার জন্য।
প্রথমে

cp config.example yowsup-cli.config

এরপরে

sudo gedit yowsup-cli.config

এবার gedit খুললে আমরা একেবারে নীচে গেলে পাব #phone নামে একটা কলাম, ওই কলামে আমরা আমাদের নাম্বার দিব 8801914123456 এই ভাবে লিখব। #password এর ঘরটা আপাতত খালি থাকবে।
কনফিগারটা এই রকম হবে।

cc= #if not specified it will be autodetected
phone=8801914123456
id=
password=
আর কিছু নাড়াচাড়া করবেন না। আপনার বিল্ডিং ধ্বসে যেতে পারে। :p
এবার ফাইলটা সেভ করে gedit বন্ধ করে দিন, তারপরে টার্মিনালে টাইপ করুন।
chmod +x yowsup-cli

এবার আমাদের নাম্বার ভেরিফিকেশন করব তার জন্য।

./yowsup-cli --requestcode sms --config yowsup-cli.config

এই কমান্ডটা দিলে তার আউটপুট হবে এরকম।

#status: sent
#retry_after: 3605
#length: 6
#method: sms

যদি এরকম না হয় তাহলে উপরের কমান্ডটি পুনরায় চেষ্টা করুন।
এখন আপনার মোবাইলে একটা SMS আসবে Whatsapp থেকে, সেটা এরকম হবে

whatsapp code
369-938

এবার এই কোডটা দিয়ে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করব তার জন্য।

./yowsup-cli --register 369-938 --config yowsup-cli.config

Register এর পরের ছয় ডিজিট আপনার পাওয়া কোড দ্বারা পাল্টে দিতে হবে, মানে আপনি যেই কোডটা পেয়েছেন সেটা এখানে দিতে হবে।
উপরের কমান্ড দেওয়ার পরে আমরা যে আউটপুট পাব সেটা এরকম হবে।

#status: ok
#kind: free
#pw: S1nBGCvZhb6TBQrbm2sQCfSLkXM=
#price: 0,89
#price_expiration: 1362803446
#currency: EUR
#cost: 0.89
#expiration: 1391344106
#login: 34123456789
#type: new

এখান পাসওয়ার্ডটা কপি করে রেখে দেন #pw: এর পরের অংশ গুলো
এরপরে

sudo gedit yowsup-cli.config

এবার gedit খুললে আমরা একেবারে নীচে গেলে পাব #phone নামে একটা কলাম, ওই কলামে আমরা আমাদের নাম্বার দিব 8801914123456 এই ভাবে লিখব। #password এর ঘরে আগের অংশে পাওয়া পাসওয়ার্ডটি দেব।
কনফিগারেশনটা এরকম হবে।

cc= #if not specified it will be autodetected
phone=8801914123456
id=
password=S1nBGCvZhb6TBQrbm2sQCfSLkXM=

আর মাত্র একটি কমান্ড দিয়েই আমরা ফাইনাল এবং শেষ ধাপে চলে যাব।

cat yowsup-cli.config

এবার কনফিগারেশন ফাইলটা একবার দেখে নিন, এবং পাসওয়ার্ড টা কপি করে রাখুন।

৪র্থ ধাপ: এবার আমরা Pidgin এর ভিতরে Whatsapp প্লাগিন টা ইনষ্টল করে তারপরেই Whatsapp ব্যবহার শুরু করে দিব। তার জন্য
প্রথমে:

sudo add-apt-repository ppa:whatsapp-purple/ppa

পরে:

sudo apt-get update

এবং শেষ কমান্ড:

sudo apt-get install pidgin-whatsapp

সবকিছু যদি ঠিকটাকমত করে থাকেন, তাহলে এবার pidgin খুলে Add Acoount এ গেলে Whatsapp পাবেন ওখানে
id: 8801914123456 (আপনার নাম্বার)হবে
আর পাসওয়ার্ড এর ঘরে: ৩য় ধাপে প্রাপ্ত পাসওয়ার্ড টা দিয়ে দিন।
ব্যাস হয়ে গেল। whatsapp ইনষ্টল করা।

বিঃদ্রঃ যা করবেন নিজ দায়ীত্বে করবেন, বুকের পাঠা শক্ত করে কোন কিছু করতে বসবেন। কোন প্রকার ঘঠনা দুর্ঘঠনার জন্য লেখক বা লেখকের ১৪/২৮ গোত্রের কেউ দায়ী থাকতে পারবেনা, এবং বাধ্যও নয়।