উবুন্টুর ডিফল্ট ইউজার টাইপ পরিবর্তন।


পাকনামী করতে গিয়ে, না বুঝে অথবা জানার জন্য অনেকে উবুন্টুর ডিফল্ট ইউজার টাইপ Administrator থেকে Standard বানিয়ে ফেলেন. যার কারনে পরবর্তীতে আর পাসওয়ার্ড দিলেও কাজ হয়না, এবং ইউজার টাইপ পরিবর্তন করা অনেকটা সমস্যা হয়ে যায়।
আজকে আমি দেখাব কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
১. প্রথমে টার্মিনাল অপেন করে লিখুন sudo /usr/bin/userpasswd
তারপরে আপনার এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন (আগে যেটা ছিল) এবার ইন্টার চাপলে একটা নতুন উইন্ডো আসবে ।
সেখানে একটা পাসওয়ার্ড (asdfg) দিয়ে এন্টার চাপলে আবার আসবে সেখানে আবার সেইম পাসওয়ার্ড (asdfg) দিয়ে এন্টার চাপুন।
২. এবার system settings থেকে user accounts এ গিয়ে ইউজার টাইপ পরিবর্তন করে দিন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.