জানালায় ব্যবহার করুন aria2 , youtube-dl এবং wget

Aria2 আর youtube-dl সম্পর্কে আশা করি বিষদ বিবরণ লেখতে হইবেনা, লিনাক্স ইউজারদের অতি পরিচিত একটি ডাউনলোডার, ইউটিউব ভিডিও ডাউনলোডের সেরা একটা টুলস youtube-dl wget ও কোনদিকে কম যায়না

তার মধ্যে আরিয়া2, উফ! কালা টার্মিনালে তার রুপ যৌবন দেখা না গেলেও প্রেমে পড়ার মত তার আজিব কিছু মায়াবী ফিচার। :p

ওকে চলেন কেমনে কি করতে হয় একটু দেখে নেই।

প্রথমে আপনার একটা চকলেট খাইতে হবে, এবং শুধু আপনিই না আপনার মেশিনরেও চকলেট খাওয়াইতে হবে। যান আপনার চকলেট টা খেয়ে আসেন পরে আপনার মেশিনরে খাওয়ামুনে। :p
প্রথমে ষ্টার্ট মেনু থেকে CMD লিখে সার্চ করেন Command Prompt নামে কিছু একটা পাবেন ওটার উপরে রাইট ক্লিক করে এ্যাডমিন মোডে চালু করেন। এবার নিচের কোড কপি কইরা পেষ্ট করেন।
@powershell -NoProfile -ExecutionPolicy Bypass -Command "iex ((New-Object System.Net.WebClient).DownloadString('https://chocolatey.org/install.ps1'))" && SET PATH=%PATH%;%ALLUSERSPROFILE%\chocolatey\bin

যদি কোড ঠিক মত রান না করে তাইলে এইখান থাইক্যা দেইখ্যা সবকিছু ঠিকটাক কইরা আবার উপরের কোড রান করান, আর যদি কোড ঠিক মত রান করে তাইলে মনে কইরেন আপনার মেশিন ঠিকমত চকলেট হজম করতে পারছে।

ওকে এইবার টুলস গুলা দেখা যাক।
কমান্ড উইন্ডো অপেন কইরা
choco install aria2
choco install wget
choco install youtube-dl

একটা একটা কইরা ইনষ্টল দেন আর লিনাক্সে যেভাবে ডাউনলোডাইতেন সেভাবেই কাজ চালিয়ে যান।

বোনাস

চকলেট প্যাকেজ লিষ্ট যেখানে থেকে আরো অনেক কামের আ-কামের অনেক এ্যাপস পাইবেন।

আরিয়া 2 এর ম্যানুয়াল

Wget ম্যানুয়াল

youtube-dl ম্যানুয়াল

 

বিঃ দ্রঃ যা করবেন নিজ দায়ীত্বে বুইঝ্যা শুইন্যা কইরেন, কোন প্রকার ঘঠনা দূর্ঘটনার জন্য লেখক দায়ী থাকতে বাধ্য নয়, তবে হ্যা যে কোন সুবিধা অসুবিধা অথবা  কোন সমস্যা হইলে জানাইতে পারেন।